জামালপুরে দায়িত্বে অবহেলায় ৩ শিক্ষককে অব্যাহতি দিলেন ইউএনও
ইসলামপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলাধীন বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় ৩ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়ছে।১৫ এপ্রিল মঙ্গলবার গণিত পরীক্ষা চলমান অবস্থায় উক্ত কেন্দ্র পরিদর্শন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান। পরিদর্শনকালে কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল ইসলাম, অ্যাড. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদসহ ৩জনকে পরীক্ষা কেন্দ্রে অর্পিত দায়িত্ব যথাযতভাবে পালন না করতে পারায় অব্যাহতি প্রদান করেন ইউএনও।উক্ত ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮১জন। এর মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১৭৭জন, অনুপস্থিত ৪ জন। ছাত্র সংখ্যা ১৩৪ ও ছাত্রী ৪৩জন।উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান বলেন, সারা বাংলাদেশর ন্যায় জামালপুরের ইসলামপুরে এবছর ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলমান অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর আছে।তিনি আরও বলেন, বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় ৩ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়ছে।