নাগেশ্বরীতে ফেন্সিডিলসহ আটক ১
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪০ বোতল ফেন্সিডিলসহ রাজু মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। ২৫ মার্চ শনিবার সকালে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।আটক রাজু মিয়া উপজেলার রামখানা ইউনিয়নের ভাবানীরদীঘি এলাকার নুর মোহাম্মদের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০ টায় রামখানার ভবানীদীঘির পাড়ে মাদক ব্যবসায়ী রাজুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শোয়ার ঘরে তল্লাসি চালিয়ে খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে আটক করা হয়।নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, আটক রাজু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা দিয়ে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।