• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩৮:৫৭ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

নাগেশ্বরীর দুর্গম চরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার একটি দুর্গম চরাঞ্চলে নিজ বাড়ির টিউবওয়েল পাড় থেকে শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৪ জানুয়ারি বুধবার রাত ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণির চর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী ও দুই কন্যাসন্তান নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শহিদা বেগম রাতের খাবার রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। চাল ধোয়ার জন্য তিনি বাড়ির ভেতর টিনের বেড়া দিয়ে ঘেরা টিউবওয়েল পাড়ে যান। রাত ৮টার দিকে প্রতিবেশীরা সেখান থেকে গোঙানির শব্দ শুনতে পেয়ে এগিয়ে যান। তারা গিয়ে দেখতে পান শহিদা বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এবং তার গলা দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম জানান, ‘নিহত গৃহবধূর গলা ও হাতে অত্যন্ত বীভৎসভাবে কোপানোর ক্ষত রয়েছে। বাড়ির চারপাশ টিনের বেড়া দিয়ে ঘেরা থাকায় অপরিচিত কারো পক্ষে হুট করে ঢুকে পালানো কঠিন। ঘটনাস্থলের আশেপাশে কোনো অস্ত্রও পাওয়া যায়নি। আমাদের ধারণা, পরিচিত কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে।’কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে আমরা দুটি নদী ও কয়েকটি চর পার হয়ে ঘটনাস্থলে পৌঁছাই। ধারণা করা হচ্ছে, টিউবওয়েল পাড়ে চাল ধোয়ার সময় তাকে আক্রমণ করা হয়। তার শ্বাসনালী পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান