• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৫:৫৩ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৫:৫৩ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে ৩ শ্রমিক নিহতের ঘটনায় মানববন্ধন

১৬ মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৫১:২১

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে ৩ শ্রমিক নিহতের ঘটনায় মানববন্ধন

জহিরুল ইসলাম খান লিটন, স্টাফ রিপোর্টার (সাভার) : সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পরিচ্ছন্ন কর্মীসহ তিন শ্রমিক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি, গ্রেফিতার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক ফেডারেশনের  নেতৃবৃন্দ।

১৬ মার্চ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের শিমুলতলা এলাকায় শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের আয়োজনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, মালিকের উদাসীনতার কারণেই এই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত তিন জনের মধ্যে দুই জন ওই কারখানার অপারেটর পদে চাকরি করতেন। তারা কিভাবে সেপটিক ট্যাংকের ভিতর গেল। আমরা ধারণা করছি, জোরপূর্বক তাদের ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিকেল তিনটার দিকে নিখোঁজ হয় শ্রমিকরা। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। সাথে সাথে কেন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলো না। কাজেই এটা স্পষ্ট যে, এখানে অসৎ উদ্দেশ্য রয়েছে। তাই অনতিবিলম্বে দায়ীদেরকে গ্রেফতার করাসহ নিহতদের পরিবারকে আজীবন ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

শ্রমিক নেতা মো.সরোয়ার হোসেন, মো.তুহিন চৌধুরী, মো.ইব্রাহিম, মো.ইমন শিকদার, মো. রাকিবুল ইসলাম সোহাগসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ওই কারখানায় বুধবার বিকেল তিনটার দিকে সেপটিক ট্যাংকে নেমে নিখোঁজ হয় তিন শ্রমিক। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে রাত ১০ টার দিকে ওই ফায়ার সার্ভিস শ্রমিকদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পলাশে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৫২:৫৮