মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।১৬ ডিসেম্বর সোমবার জেলার প্রতিটি উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের যথাযথ সম্মানে স্মরণ করে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।সারা দেশের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলায় প্রত্যুষে তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, ক্রীড়া ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হবে।শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রীনগরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, এসিল্যান্ড জোবায়ের হাবিব, সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠন।সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, এসিল্যান্ড সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান, ওসি হাফিজুর রহমান, সিরাজদিখান প্রেসক্লাব, বিএনপি ও অঙ্গ সংগঠন।লৌহজং উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিক্রমপুর প্রেসক্লাব, লৌহজং প্রেসক্লাব, বিএনপি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।