• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ রাত ১১:১৪:৫৬ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ রাত ১১:১৪:৫৬ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ ২ প্রতারক গ্রেফতার

বগুরা প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় একটি নকল স্বর্ণের মূর্তিসহ ২ প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে সোনালি রঙয়ের সোনা সদৃশ গনেশ অবয়বকৃত একটি মূর্তি উদ্ধার করা হয়।২৮ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টার দিকে উপজেলার পাঁচপীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলো, দুপচাঁচিয়া উপজেলার তালুচ পূর্বপাড়ার মৃত মোকছেদ আলী প্রামাণিকের ছেলে হেলাল উদ্দীন প্রামাণিক (৫০) ও একই উপজেলার ছাতনি এলাকার সিরাজ উদ্দীন প্রামাণিকের ছেলে জামাল উদ্দীন প্রামাণিক (৫৩)।২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বগুড়া র‍্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।র‌্যাব জানান, উপজেলার পাঁচপীর এলাকায় নকল সোনার মূর্তি কেনাবেচার জন্য দুই ব্যক্তি অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বিশেষ কায়দায় টিস্যু দিয়ে মোড়ানো নকল একটি সোনার মূর্তি উদ্ধার করা হয়।র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আসামিদের নামে এর আগেও দুপচাঁচিয়া থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান