• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ দুপুর ০১:১২:৩৪ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

বড়াইগ্রামে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিনিময় সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধু সৈনিক লীগের বড়াইগ্রাম উপজেলা কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা ও ৭ টি ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২১ মার্চ মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের বড়াইগ্রাম উপজেলা সভাপতি ইসাহাক আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ উপদেষ্টা কমিটির সদস্য জোয়াড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব চাঁদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান, বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন নেতা-কর্মীরা।আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব হারুন-উর রশীদ, সিআইপির দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV