• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ সকাল ১০:৩৭:৩৫ (09-Dec-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ সকাল ১০:৩৭:৩৫ (09-Dec-2023)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা মহিলাসহ আহত ৩

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। গত ৩ ডিসেম্বর বিকেলে বড় ষাটনল গ্রামে টাকা পাওনা চাওয়া নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে।হামলায় আহতরা হলেন, উপজেলার ষাটনল ইউনিয়নের বড় ষাটনল ফকিরকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে সেতু মিয়া (১৯), দিপু মিয়া (২৫) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাকিলা আক্তার (১৯)।এ ঘটনায় আহত দিপুর ভাই সেতু মিয়া বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ষাটনল ইউনিয়নের বড় ষাটনল ফকিরকান্দি গ্রামের মান্নানের ছেলে দিপু মিয়ার কাছে একই বাড়ির রফিকুল ইসলামের ছেলে আবু সানি ৩ বছর আগে বিদেশ নেওয়ার কথা বলে ৩ লক্ষ ৫০ হাজার টাকা নেয়। বিদেশ নিতে না পারায় টাকা চাইলে কালক্ষেপন করে। এলাকায় বেশ কয়েকবার গ্রাম্য সালিশ বসলে টাকা ফেরত দিবে বলেও টাকা দেয়নি।গত ৩ ডিসেম্বর বিকেলে আবু সানির কাছে টাকা চাইতে গেলে সে তার বাবা রফিকুল ইসলাম, মা ফেরদৌসী বেগম, ভাই আবদুল মতিন, চাচী সারবানু ও চাচাতো ভাই মহসিন মিলে হামলা করে। হামলায় দিপু মিয়া, তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাকিলা আক্তার ও ছোট ভাই সেতু মিয়াকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।পরে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় তাদের সাথে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান