• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩২ বিকাল ০৪:২১:০১ (12-Jan-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডব: নারীর মর্মান্তিক মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে ৫০ বছরের এক নারী নিহত হয়েছেন। নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।২৯ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের পাশে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সীতারঘাট আটাশ বাগান এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, ঘটনাস্থলটি বন্যহাতির নিয়মিত চলাচলের পথ। রাতে হাতির একটি দল ওই এলাকা অতিক্রম করার সময় ওই নারী তাদের সামনে পড়ে যান। এ সময় হাতির আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার বলেন, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, বন্যহাতির আঘাতে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান