• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা কার্তিক ১৪৩২ দুপুর ০১:২৭:১৮ (19-Oct-2025)
  • - ৩৩° সে:

নেছারাবাদে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পিরোজপুর নেছারাবাদের সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদকে পিরোজপুর জেলা গোয়েন্দা ওসির নেতৃত্বে (ডিবি) পুলিশ গ্রেফতার করছে।১৭ অক্টোবর শুক্রবার দুপুরে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৬ অক্টোবর বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টা সময় মিয়ার হাট বন্দর থেকে চেয়ারম্যানকে গ্রেফতার করে নেছারাবাদ থানায় হস্তান্তর করেন ডিবি পুলিশ।ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি হালদার জানান, “শুনেছি বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান আব্দুর রশিদকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।”আব্দুর রশিদ চেয়ারম্যানকে গ্রেফতারের বিষয়ে পিরোজপুর জেলা ডিবি পুলিশের ইনচার্জ মিলন কুমার মন্ডলেএকাধিক বার ফুন দিলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি।পিরোজপুর পুলিশ সুপার খাঁন মো. আবু নাছের জানান, চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছে এবং দলটি বর্তমানে রাজনীতি থেকে নিষিদ্ধ হলেও তিনি দলটির কার্যক্রম উজ্জীবিত করা চেষ্টা চালানোর কারণে বা অন্য কোনো মামলা থাকা থাকায় তাকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করতে পারেন। তবে ডিবি পুলিশ ভাল বলতে পাবেন।নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বলেন, পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে নিয়ে গেছে। আমরা তাকে গ্রেফতার করিনি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান