• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৪:৩১:০৭ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৪:৩১:০৭ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলাধীন বড়থলী ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে গুরুত্বর আহত ইউপি চেয়ারম্যান আতোমং মারমা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণের ঘটনায় মামলা করেছেন নিহতের ভাই।বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩১ মে শুক্রবার সন্ধ্যায় নিহত চেয়ারম্যানের বড় ভাই ক্যাচিমং মারমা (৬১) বিলাইছড়ি থানায় বাদী হয়ে ৩০২/৩৪ ধারায় মামলা করেন। তবে তদন্তের স্বার্থে এজাহারে উল্লেখিত বিবাদীদের নাম ও সংখ্যা জানানো যাচ্ছে না।তিনি আরও জানান, চট্টগ্রামের পাঁচলাইশ থানার অধীনে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।গত ২১ মে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাতে বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলী ইউপি চেয়ারম্যান আতোমং মারমাকে গুলি করে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর ৩০ মে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় মারা যান আতোমং মারমা।এর আগে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পরের দিন ১৯ মার্চ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকেও গুলি করে হত্যা করে পাহাড়ি সন্ত্রাসীরা। এই নিয়ে উপজেলায় নির্বাচনকালীন সময়ে পরপর ২ বার দু’নেতাকে নির্মমভাবে হত্যা করল সন্ত্রাসীরা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান