• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৯:৩৮:৪৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৯:৩৮:৪৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কেরানীগঞ্জে আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর অস্থিতিশীল পরিবেশের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি রুবেল (৩২)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।৮ সেপ্টেম্বর রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ তেলঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১০ মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার এ, জে সোহেল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, গ্রেফতার রুবেল তার দশজন সহযোগী মিলে ২০১০ সালে রাজধানীর সূত্রাপুর থানাধীন আজাদ সিনেমা হলের গলিতে এক যুবককে হত্যা করে। এ ঘটনায় ২০১৪ সালে নিম্ন আদালত তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। এদের মধ্যে একজন কারাগারে বন্দি অবস্থায় মারা গেছে। রুবেলসহ অপর একজন কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।গত ৬ আগস্ট দুপুরে কারাগারের ভেতরে কারারক্ষীদের মারধর করে বৈদ্যুতিক পিলার ভেঙে সিঁড়ি বানিয়ে বেশ কয়েকজন বন্দি দেয়াল টপকে কারাগার থেকে পালিয়ে যায়। রুবেলও সে সময় কারাগার থেকে পালিয়েছিল।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান