• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ সকাল ১১:৩১:৪৫ (09-Dec-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ সকাল ১১:৩১:৪৫ (09-Dec-2023)
  • - ৩৩° সে:

শাহজালাল বিমানবন্দরে ৪৮টি স্বর্ণের বারসহ দুবাই ফেরত যাত্রী আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৯টি স্বর্ণের বারসহ মো. ফজলে রাব্বী (৩৫) নামের এক যুবককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে দুবাই থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরের অবতরণ করা ইউএস-বাংলার একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তিনি বলেন, ভোর ৪টা ২০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্স বিমানটি দুবাই থেকে শাহজালাল বিমানবন্দরের অবতরণ করে। গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন রাব্বীকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বিমানের ৩২ এফ ও ৩১ এফ সিটের নীচে লাইফ ভ্যাস্টের মধ্যে কালো স্কচটেপে মোড়ানো ২টি বান্ডেল উদ্ধার করা হয়। পরবর্তীতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরসহ বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেট খুলে ৪৮টি ও তার দেহ তল্লাশি করে একটিসহ মোট ৪৯টি স্বর্ণের বার পাওয়া যায়।তিনি আরও বলেন, স্বর্ণবারগুলো ঢাকা কাস্টম হাউস শুল্ক গুদামে জমা করে আটক যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।


দর্শনীয় স্থান


জেলার ইতিহাস