শান্তির বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নাই: মনোরঞ্জন শীল গোপাল
তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ এবং কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদয় দিয়ে ধর্মকে ধারণ করেন বলেই বাংলাদেশে আজকের এই দৃশ্যমান অবয়ব। ইসলাম শান্তিতে বিশ্বাস করে। আর সেই শান্তির বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নাই।২৭ মার্চ সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ‘মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র’র ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন শেষে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইসলামিক ফাউন্ডেশন কাহারোলের আয়োজিত অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামীতে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পরিণত করতে।উপজেলা নির্বাহী অফিসার মো. নাইম হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো:আবদুল্লাহু আল মামুন, দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো:মোস্তাফিজুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।