• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪৯:০১ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪৯:০১ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

কাহারোলে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ কারবারি গ্রেফতার

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে কাহারোল থানা পুলিশ।৪ জুলাই বৃহস্পতিবার উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের বলেয়া বাজার বীরগঞ্জ-পীরগঞ্জ গামী পাকা রাস্তার পাশে আমিনুল ইসলামের খাবার হোটেলের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও স্থানীয় জনগণের সহায়তায় উপজেলার রসুলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করেন কাহারোল থানার এস আই মো. শফিকুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ সদস্য। এ সময় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতাররা হলেন- বীরগঞ্জ উপজেলার মাকরাই গ্রামের মৃত তসলিম উদ্দিনের পুত্র মো. সাইফুল্লাহ আল কাফি বাঁধন (৩৪), মো. রবিউল ইসলামের পুত্র মো. মোক্তার আলী (৩৩), সুজালপুর গ্রামের মো. নওশাদ আলীর পুত্র মো. আরিফ হোসেন (৩২), কাহারোল উপজেলার কাশিপুর গ্রামের জায়েদুল ইসলামের পুত্র মো. রাব্বি ইসলাম সায়েল (২০) ও আজিজার রহমানের পুত্র আব্দুর রাশেদ আসাদুল (২০)।কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. ফারুকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে আসামিদের  গ্রেফতার করা হয়। এছাড়া আসামি মো. সাইফুল্লাহ আল কাফি বাঁধনের নামে বীরগঞ্জ উপজেলায় আরও ৬টি মাদক মামলা রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান