• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২১:২৫ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২১:২৫ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাভারে তেলের ট্যাংকার উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১

২ এপ্রিল ২০২৪ সকাল ১০:০৪:১৬

সাভারে তেলের ট্যাংকার উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে তেলের ট্যাংকার উল্টে আগুন লেগে চারটি ট্রাক ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে। এ ঘটনায় একজন নিহত ও সাতজন দগ্ধ হয়েছেন।

২ এপ্রিল মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নিহতের নাম নজরুল ইসলাম (৪৫)। তার পূর্ণাঙ্গ পরিচয় এখনো মেলেনি। আর দগ্ধরা হলেন- আ. সালাম (৩৫), মিলন মোল্লা (২০), আল-আমিন (৩০), নিরাঞ্জন (৪৫), মিম (১০) ও বাকিদের নাম জানা যায়নি।

দগ্ধ প্রাইভেটকার চালক আব্দুস সালাম জানান, হেমায়েতপুরে সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে ঢাকার দিকে ফিরছিলেন তিনি। জোড়পুল এলাকায় একটি তেলের ট্যাংকার দুর্ঘটনায় রাস্তার ওপর উল্টে ছিল। সেটির কারণে পাশ দিয়ে অন্যসব গাড়ি ধীরগতিতে পার হচ্ছিল। আর রাস্তায় ওই ট্যাংকার থেকে তেল গড়িয়ে পড়ছিল। তখন হঠাৎ সেখানে আগুন ধরে যায়। এতে ট্যাংকারের আশপাশে থাকা অনেকগুলো গাড়িতে আগুন লেগে যায়। এসময় প্রাইভেটকারটিতেও আগুন ধরে যায়, তখন তিনি দৌড়ে গাড়ি থেকে বেরিয়ে যান। তবে এর আগেই তার মাথার একপাশ ও পা পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় তার প্রাইভেটকারে কোনো যাত্রী ছিল না।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এঘটনায় নিহত ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয় এখনো মেলেনি। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ