ট্রাক চাপায় সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ
চাঁদপুর প্রতিনিধি: স্কুল শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের নিচে চাপায় সপ্তম শ্রেণির ছাত্র আবু সাঈদ রাফিন মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা।২৬ সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই বিক্ষোভ করেন। এ সময় স্কুল পড়ুয়া পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশগ্রহণ করেন। পরে তারা চাঁদপুর জেলা প্রশাসক নাজমুল হাসান সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন।গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে আল-আমিন স্কুলের ছাত্র আবু সাঈদ রাফিনের আরএফএল ট্রাকের চাপায় করুণ মৃত্যু হয়েছে।এই ঘটনায় রাফিনের বাবা বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করেন।এদিকে সড়ক অবরোধের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ ঘটনাস্থলে ছুটে যান।