• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ সকাল ১১:৩০:৪৯ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

মেঘনায় বজ্রপাতে শ্রমিক নিহত

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় বজ্রপাতে তরমুজবোঝাই ট্রলারে থাকা এক শ্রমিক নিহত হয়েছেন।২১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মান্দা গ্রামের মৃত খলিল শেখের ছেলে নুরুল ইসলাম শেখ (৪৫)।স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম মুন্সিগঞ্জ থেকে একটি তরমুজবোঝাই ট্রলারে অন্য শ্রমিকদের সঙ্গে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন। পরে ট্রলারটি চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় আসলে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে নুরুল ইসলাম ট্রলারে জ্ঞান হারান। সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় বজ্রপাতে নুরুল ইসলাম নিহত হয়েছেন।



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV