রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে কেএনএ’র ৩ সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক: বান্দরবান জেলার রুমা উপজেলার গহিন জঙ্গলে সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ’র) ৩ সদস্য নিহত হয়েছেন।২৪ নভেম্বর রোববার কেএনএ’র গোপন আস্তানায় অভিযান চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেএনএ’র ওই গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযান চালানো হলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ৩ কেএনএ সদস্য নিহত হয়েছেন।আইএসপিআর আরও জানায়, এ সময় অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বারুদসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে । অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান রয়েছে বলেও জানায় আইএসপিআর।