• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই বৈশাখ ১৪৩১ রাত ১২:৪৪:৪৭ (29-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৫ই বৈশাখ ১৪৩১ রাত ১২:৪৪:৪৭ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

দেবীদ্বারে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন কংকাল উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে মাছের খামারের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহের বিচ্ছিন্ন কংকাল উদ্ধার করেছে পুলিশ।২২ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার ধামতী ইউনিয়নে এ মরদেহ উদ্ধার করা হয় । ইউনিয়নের দুয়ারিয়া গ্রামের একটি মাছের প্রজেক্ট সংলগ্ন মরিচা গ্রামের হাফিজ উদ্দিনের ভুট্টা খেতের পাশের ঝোঁপ এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় এলাকার একজন মহিলা মাছের প্রজেক্টের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান। তিনি দেখতে পান, ভুট্টা ক্ষেতের পাশের ঝোঁপ থেকে একটি কুকুর মানুষের হাত টেনে বের করে নিয়ে যাচ্ছে। ঘটনা প্রত্যক্ষ করা ওই মহিলার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।এ সময় কুকুরটি একটি হাত নিয়ে দৌড়ে চলে যায়। আর একটি হাতের ছবি স্থানীয়রা তোলার সময় কিছুক্ষণ পরে লোকজনের সামনেই আরও একটি হাত নিয়ে কুকুরটি পালিয়ে যায়। খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ দুপুর ১টায় ঘটনাস্থলে ছুটে যায় এবং বিকাল ৫টায় কুমিল্লা জেলা পিআইবির পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ গলিত মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন।স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান- কুমিল্লা জেলা পিআইবির পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ গলিত মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন। মরদেহের কংকালের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করলেও ২টি হাতের কব্জী পর্যন্ত উদ্ধার করতে পারেনি।এ বিষয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তার আহমেদ মল্লিক জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে কুমিল্লা পিবিআই’র পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। অজ্ঞাত মরদেহের পরনে কালো প্যান্ট ও নীল রঙের একটি গেঞ্জী ছিল। প্যান্টের ভেতরে কিছু মাংসের অস্তিত্ব থাকতে পারে, তবে মরদেহে পুরো কংকালটি উদ্ধার করা সম্ভব হয়নি। ২টি হাতের কব্জীর অংশ কুকুরে নিয়ে যায়, যা আর খুঁজে পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান