• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩১ রাত ০৩:৩৭:২৮ (26-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩১ রাত ০৩:৩৭:২৮ (26-Jan-2025)
  • - ৩৩° সে:

চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই চক্রের তিন সদস্য আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ শিবালয়ে চালককে ছুরিকাঘাত করে অটো ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ।২২ জানুয়ারি রাতে তথ্য-প্রযুক্তির ও সোর্সের সহায়তায় উপজেলার ঝড়িয়ারবাগ ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড জয়রা এলাকায় অভিযান পরিচালনা করে অটোরিকশা, ব্যাটারী ও ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের ২৩ জানুয়ারি কোর্টে পেরণ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানা অফিসার ইনচার্জ এআরএম আল মামুন।আটকরা হলেন, ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিলছোনাউটা গ্রামের শহিদের ছেলে প্রিন্স জমাদদার সজিব (২০), পাবনা সুজানগর উপজেলার দুলাই গ্রামের রহমান প্রামানিকের ছেলে মেহেদি হাসান মৃদুল (১৯) ও ব্যাটারি ব্যবসায়ী মানিকগঞ্জ সদর উপজেলা জয়রা গ্রামের কাউছার মিয়া (২৩)।মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালখালী এলাকার অটোরিক্সা চালক আব্দুল করিম (৪০) গত ৩০ ডিসেম্বর রাত ১১টার দিকে পাটুরিয়া ঘাট পুলিশ বক্সের সামনে থেকে অজ্ঞাত দু’যাত্রী নিয়ে ১৬০ টাকা ভাড়ায় উথলী বাসস্ট্যান্ডে আসেন। ওই যাত্রীরা পুনরায় পাটুরিয়া ঘাটে যাওয়ার কথা বলে এবং পথিমধ্যে কাশাদহ ব্রিজের নিকট পোঁছালে মোবাইল ফোন সেট রাস্তায় পড়ে গেছে বলে অটো-রিক্সা থামাতে বলে। অটোরিক্সার থামতেই ওই দু’যাত্রী চালকের ঘাড়ে-পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিক্সাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে চালকের চিৎকারে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে চালককে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়। তার অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।এ বিষয়ে শিবালয় থানা অফিসার ইনচার্জ এআরএম আল-মামুন জানান, থানায় মামলা হলে গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সাহায্যে ঝড়িয়ারবাগ গ্রামের রহিজ উদ্দিনের ভাড়াটিয়া সজিব ও মেহেদিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাই করা অটো চালককে ছুরিকাঘাত ও ব্যাটারি বিক্রির কথা স্বীকার করে। অভিযান চালিয়ে মানিকগঞ্জ জয়রা থেকে ব্যাটারী ব্যবসায়ী কাউছারকে আটক ও ছিনতাই করা অটো উদ্ধার করা হয়েছে।আসামিরা ছিনতাইয়ের সাথে জড়িত বলে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান