শিবালয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জে শিবালয়ে আবু দাউদ (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৪ সেপ্টেম্বর শনিবার শিবালয় উপজেলার উথলী বাসস্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বের পুকুর থেকে সকাল ১০টার দিকে আবু দাউদের মরদেহ উদ্ধার করা হয়। আবু দাউদ উপজেলার দশচিড়া গ্রামের মৃত বদিয়ার রহমানের ছেলে।স্থানীয়রা জানান, সকাল বেলা উথলী বাসস্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বের পুকুরে ভাসতে দেখে শিবালয় থানায় ফোন দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।আবু দাউদের ছোট ভাই মো. কাউসার হোসেন জানান, ‘আমার ভাই ছোট বেলা থেকে মানসিক ভারসাম্যহীন। সে বাড়িতে থাকতা না। শুধু খাবার সময় আসত। শুক্রবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি আসেনি। আজ শনিবার সকাল বেলা লোক মুখে শুনতে পাই, উথলী পুকুরে মৃতদেহ ভাসছে। গিয়ে দেখি আমার ভাই আবু দাউদের মরদেহ।’এ বিষয়ে শিবালয় থানার ওসি (তদন্ত) রনজিৎ সাহা জানান, সকাবেল খবর পাই শিবালয় উপজেলার উথলী বাসস্ট্যন্ডের দক্ষিণ পার্শ্বের পুকুরে একটি মরদেহ ভাসছে। আমরা সেটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।