প্রতিশ্রুতি নয়, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে : নুরুদ্দিন আহম্মেদ অপু
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেছেন, শুধু প্রতিশ্রুতি নয়, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। বিএনপি তার অতীত অভিজ্ঞতা দিয়ে দেশকে গড়ে তুলতে চায়। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, জনগণ প্রতিশ্রুতি বাস্তবায়ন চায়।২৭ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা ও নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, রাজধানীর খুব কাছের জেলা শরীয়তপুর। এই জেলা বিভিন্ন দিক দিয়ে খুবই সম্ভাবনাময়। একদিকে যেমন মোংলা বন্দর, অন্যদিকে পায়রা বন্দর। আরেকদিকে চট্টগ্রাম বন্দর। মেঘনা সেতু হয়ে গেলে যোগাযোগের নেটওয়ার্ক গড়ে উঠবে। শরীয়তপুরে বিজনেস হাব, ইপিজেড গড়ার মতো উপযুক্ত স্থান। তাই আমি যদি জনগণের রায়ে নির্বাচিত হতে পারি, আর বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন শরীয়তপুরের উন্নয়নে যা যা করণীয়, তাই করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে আগামী দুই বছরে শরীয়তপুর জেলার পরিবর্তন দেখতে পাবে জনগণ।এসময় জেলা-উপজেলা বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।