তারেক রহমান দূর থেকে নেতৃত্ব দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন : সাঈদ আহমেদ আসলাম
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে তারুন্যের অহংকার তারেক রহমান দেশে নেই। তারপরও দূর থেকে নেতৃত্ব দিয়ে তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। ২৬ নভেম্বর বুধবার দুপুর ১২টার দিকে শরীয়তপুর সদরের ডোমসার বাজারে পথসভা শেষে তিনি এসব কথা বলেন।সাঈদ আহমেদ আসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ভোটাধিকার ফিরিয়ে আনবো। পাশাপাশি ধানের শীষকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলার যাতায়াতের সড়কগুলোর বেহাল দশা। শিক্ষা, চিকিৎসাসহ সবদিক দিয়ে পিছিয়ে আছে জেলাটি। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এই সমস্যার সমাধানের চেষ্টা করবো। ইপিজেড গঠন করে শরীয়তপুরের মানুষের কর্মসংস্থানের চেষ্টা করবো। পাশাপাশি ভালো ক্লিনিক, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করবো। যেহেতু জেলাটি নদী ভাঙন এলাকা তাই ভাঙন রোধে কাজ করবো। তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে, তাকে বলেছি শরীয়তপুরের দিকে আপনার স্পেশাল নজর দিতে হবে। তিনি বলেছেন শরীয়তপুরের উন্নয়নে তিনি কাজ করবেন।শুধু কমিটমেন্ট পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তবে কাজের মাধ্যমে দেখাবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনাব তারেক রহমান এবার যাদের নেতৃত্ব দিয়েছেন, তাদের যাচাই-বাছাই করে নেতৃত্ব দিয়েছেন। যারা কাজে বিশ্বাসী, নীতিগতভাবে ভালো। ফ্যাসিস্টের সময় যারা ছিল তারা শুধু কথাই দিয়েছেন, আর লুটেপুটে খেয়েছেন। এগুলো আমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না। আমরা কাজ করে দেখাবো ইনশাল্লাহ।এসময় তাঁর সঙ্গে ছিলেন জেলা-উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার ভোটাররা।