• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:৪৬:৫৩ (10-Dec-2025)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে আধুনিক হাসপাতাল করার স্বপ্ন সফিকুর রহমান কিরণের

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের সখিপুর থানায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।৫ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত শরীয়তপুর -২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর উদ্যোগে দক্ষিণ তারাবুনিয়া কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।শরীয়তপুর -২ (নড়িয়া-সখিপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন।কিরণ বলেন, আমার মেয়ে সাফা যখন বড় হতে শুরু করেছে। বিদ্যালয়ে ভালো রেজাল্ট করা শুরু করেছে। তখন বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ওয়াদা করেছিল, আমি যদি ডাক্তার হতে পারি তাহলে নিজ এলাকা সখিপুর ও নড়িয়া এলাকার মানুষকে ফ্রীতে স্বাস্থ্যসেবা দিব। যেই ওয়াদা সেই কাজ। আজ সাফা ডাক্তার হয়ে নিজ এলাকার মানুষদের ফ্রীতে চিকিৎসা দিচ্ছেন।  তিনি বলেন, আমার আগে থেকেই প্লান, আমার এলাকায় একটি আধুনিক হাসপাতাল গড়বো। শরীয়তপুরের মানুষদের যেন চিকিৎসা নিতে ঢাকা যেতে না হয়। উন্নতমানের চিকিৎসা সেবা দেয়া যায়। আমি একজন ব্যবসায়ী, দেশ ও বিদেশে ব্যবসা করি। আমার অনেক বিদেশি বন্ধু আছে। তাদের সঙ্গে কথা বলেছি যে, তারা বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ইনভেস্ট করবে কি না! আমি শরীয়তপুরের জন্য কিছু করতে চাই। এ জেলায় এশিয়ার মধ্যে একটি আধুনিক হাসপাতাল করার স্বপ্ন দেখি। জেলাবাসী যেন ভালো স্বাস্থ্যসেবা পায়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান