• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৩:৪৩:০০ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৩:৪৩:০০ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে রাস্তা নির্মাণ করছে পৌরসভা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া পৌরসভার নবগ্রাম এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. রওশন আলী শিকদারের জমি দখল করে বাউন্ডারি ওয়াল ও নির্মাণাধীন ভবনের সাইট ভেঙে পৌরসভার রাস্তা ও কালভার্ট  নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় মেয়রের নিকট অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধার ছেলে প্রফেসর আব্দুল লতিফ। তাতেও কোনো সুফল পায়নি বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।পরিবারটি জানায়, হঠাৎ করেই বোলডজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় বাউন্ডারি ওয়াল ও বসত ঘরের সাইট ওয়াল। এ সময় অভিযুক্তরা বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং হুমকি-ধমকি দিয়ে ওই স্থান থেকে সরিয়ে দেওয়া হয়।তারা আরও জানান, নড়িয়া পৌরসভার নিকট থেকে লিখিত অনুমোদন নিয়ে বাউন্ডারি ওয়াল এবং বসতঘর নির্মাণ করা হয়েছে । এছাড়াও ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল আদালত শরীয়তপুরে ২৩/২০২১ একটি মামলা চলমান রয়েছে।অভিযোগকারী আব্দুল লতিফ বলেন, ‘আমি অসুস্থ মানুষ। আমার সন্তানাদি নিয়ে আমি ঢাকায় বসবাস করি। প্রভাবশালী মহল সেই সুযোগ কাজে লাগিয়ে আমার জমি দখলের পাঁয়তারা করছে। আমিও চাই, পৌরসভার উন্নয়ন হোক। তবে উন্নয়ন কাজে যদি জমি দিতে হয় উভয় পাশ থেকে নিতে হবে। সে ক্ষেত্রে কেন আমার উপর সব চাপিয়ে দেয়া হবে আমি এর সুষ্ঠু বিচার চাই।’তিনি আরও জানান, ‘আমি উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিব। যদি সমাধান না হয় তাহলে আমি আইনের আশ্রয় গ্রহণ করব।’  এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া পৌরসভার মেয়র অ্যাড. আবুল কালাম আজাদ বলেন, ‘লাথি দিয়ে ওর জামি সুডাইয়া হালাইম। অয় একেক জায়গায় জাইয়া টাকা হাদে। রাস্তার যা দরকার দুইপাশ থেকে সমানভাবে নিতাছি। ওর বিল্ডিংয়ের অনুমোদন নাই। বিল্ডিং ভাঙ্গা দিমু।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান