ডিবি পরিচয়ে চাঁদাবাজিকালে তিন ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়াতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে তিন ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বকর মাতুব্বর।আটক ওই তিন ব্যক্তি হলেন, উপজেলার পাঁচক এলাকার আমির হোসেন সিকদারের ছেলে মো. হৃদয় সিকদার (২৩), উপসী এলাকার আলী চৌকিদারের ছেলে সুমন চৌকিদার (২৮) ও লক্ষীপুর এলাকার ইদ্রিস আলী বেপারীর ছেলে ইনছান আলী (২৭)।পুলিশ জানায়, ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ফতেজঙ্গপুর এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার শরীয়তপুর শহর থেকে ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফিরছিলেন। এসময় তিনি বিষুগাঁও এলাকায় আসলে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তার গতিরোধ করেন বেশ কয়েকজন লোক। তার কাছে মাদক রয়েছে বলে একপর্যায়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়া হয় এবং ৫০ হাজার টাকা দাবি করা হয়।শাহিন টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে তিনি মুঠোফোন তার বাবা শাহজাহান হাওলাদারকে টাকা নিয়ে আসতে বলেন এবং তারা বাবা ঘটনাস্থলে এসে তাদের হাতে ২২ হাজার ৯০০ টাকা তুলে দেয়। একপর্যায়ে তারা হ্যান্ডকাফ খুলে টাকা নিয়ে পালানোর সময় শাহিন ও তার বাবা চিৎকার দিলে স্থানীয়রা এসে হৃদয় সিকদার, সুমন চৌকিদার ও ইনছান আলী নামের তিনজনকে আটক করে। তবে টাকা নিয়ে পালিয়ে যায় অপর আরেকজন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বকর মাতুব্বর বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ওই তিনজন আমাদের গোয়েন্দা পুলিশের সদস্য নয় বলে নিশ্চিত করি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।