গাজীপুরের পাঁচ থানার ওসিকে একদিনে বদলি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের পাঁচ থানার ওসিকে একদিনে বদলি করা হয়েছে। ২২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তালিকায় গাজীপুর জেলা সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া ও কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শককে জনস্বার্থে নাম উল্লেখ করে বদলির ঘোষণা দেয়া হয়।গাজীপুর জেলায় কর্মরত পাঁচজন কর্মকর্তাকে রাজশাহী, টাঙ্গাইল, নোয়াখালী ও আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন) শাখায় বদলি করা হয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।তবে গাজীপুরের এই পাঁচটি থানায় নতুন পুলিশ কর্মকর্তা কারা আসছেন তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।