• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই মাঘ ১৪৩২ রাত ০৩:৩৯:৩৫ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

কাপাসিয়ায় বিএনপিতে যোগ দিলেন চার শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নে চার শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।১৭ জানুয়ারি শনিবার সকালে কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘিঘাট গ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা’র উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৫ নম্বর ওয়ার্ডসহ দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক খন্দকার শাহাদাত হোসেন সেলিম, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবদুল কাইয়ুম মোল্লা, উপজেলা তাঁতী লীগের সাবেক সভাপতি জাহিদুল হক দিলীপ, উপজেলা মহিলা লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা দিলরুবা বেগম রুবি এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া প্রমুখ।যোগদান অনুষ্ঠানে খন্দকার শাহাদাত হোসেন সেলিম বলেন, “বিএনপি হেরে যাওয়া মানে বাংলাদেশ হেরে যাওয়া। বিবেকের তাড়নায় আমরা আগামী নির্বাচনে বিএনপিকে সরকার গঠনে সমর্থন দিচ্ছি।”দিলরুবা বেগম রুবি বলেন, “ধানের শীষে ভোট দিয়ে আমরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ’র সুযোগ্য পুত্র শাহ রিয়াজুল হান্নানকে বিজয়ী করতে চাই।”প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, “দেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি চায়। যারা গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে বিশ্বাসী, তাদের জন্য বিএনপির দরজা সবসময় খোলা। আজ যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন, তারা আগামী দিনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখবেন।”

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান