কাপাসিয়ায় বাসচাপায় প্রধান শিক্ষক নিহত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের ধলাগড় এলাকায় বাসচাপায় এক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।২৯ ডিসেম্বর রোববার বিকেলে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত হলেন- কাপাসিয়া উপজেলার মৈশন এলাকার সুলতান মোক্তারের ছেলে সাইফুল ইসলাম ফারুক (৫৬)। তিনি পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।নিহত সাইফুল ইসলাম ফারুকের স্বজন ও এলাকাবাসী জানায়, প্রধান শিক্ষক ফারুক স্কুল ছুটির পর মোটরসাইকেলযোগে কাপাসিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তরগাঁও ইউনিয়নের ধলাগড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন জানান, শিক্ষক নিহতের ঘটনায় বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।