• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই চৈত্র ১৪৩১ বিকাল ০৩:৫৭:৩৪ (25-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই চৈত্র ১৪৩১ বিকাল ০৩:৫৭:৩৪ (25-Mar-2025)
  • - ৩৩° সে:

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৫

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।২১ মার্চ শুক্রবার সকালে উপজেলার চাঁনপুর মোহিনীপুরে সালাম ও সামসু গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁদপুর ইউনিয়নের আমিন মিয়া (২০) ও বাশার (৩০)।পুলিশ ও স্থানীয়রা জানান, সালাম গ্রুপ ও সামসু মেম্বারের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন ভিত্তিক আধিপত্য বিস্তার নিয়ে ঝগড়া-বিবাদ লেগে আছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে দুই গ্রুপের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শুক্রবার ভোর থেকে টেটা ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একের পর এক ককটেল বিস্ফোরিত হয়। টেটার আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে দুই জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।নিহত আমিনের বাবা খোরশেদ মিয়া বলেন, সামসু মিয়ার অত্যাচারে আমরা ৫ মাস ধরে বাড়ি ছাড়া। সে আমাদের বাড়িঘর ভেঙে চুরে তছনস করে দিয়েছে। আমরা ঈদ উপলক্ষে আজকে বাড়িতে ঢুকতে গিয়েছিলাম। এসময় সামসু মিয়ার লোকজন আমাদের উপর হামলা করে। আমার ছেলেকে গুলি করে মেরে ফেলে। আমার স্ত্রী ও আহত হয়েছে।  আমি এর বিচার চাই।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার ঘোষ বলেন, দুই পক্ষের দ্বন্ধে এক পক্ষ এলাকা ছাড়া ছিলো। আজকে সালামের পক্ষের লোকজন এলাকায় ঢুকতে গেলে সংর্ঘষ বেধেঁ যায়। এতে দুইজন মারা গিয়েছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান