• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:৪৬:১০ (07-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:৪৬:১০ (07-Dec-2024)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধারসহ ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। ৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে নিজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।আটক হলো- আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর পশ্চিম পাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে আব্দুস সোবহান (২৬), আলী মোহাম্মদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মশিউর রহমান (২২) ও একই গ্রামের মোজাফফর আকন্দর ছেলে রফিকুল আকন্দ (৩৮)।জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, অটোরিকশাটির চালক আব্দুর রাজ্জাক মঙ্গলবার ৩ ডিসেম্বর রাতে জয়পুরহাট শহরের বাটার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় ছিনতাই চক্রের সদস্যরা ক্ষেতলাল উপজেলার মৌসুমি বাজের যাওয়ার কথা বলে যাত্রী সেজে অটোরিকশাটি উঠেন। পথে তারা ফাঁসি তলা কুঠিপাড়া এলাকায় অটোরিকশাটির চালক আব্দুর রাজ্জাককে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে হাত পা বেঁধে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।পুলিশ সুপার আরও জানান, পরে এ ঘটনায় অটোরিকশার মালিক বাদী হয়ে থানায় মামলা করলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ছিনতাই চক্রের ৩  সদস্যকে আটক করা হয়।আটক ছিনতাই চক্রের সদস্যরা জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতো বলেও জানান পুলিশ সুপার।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান