রাজশাহীর শীর্ষ সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার (বড়কুঠি মাস্টারপাড়া) এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. মুরাদ শেখ ককটেল মুরাদকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৫।২১ জুলাই রোববার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ককটেল মুরাদকে গ্রেফতার করে। অভিযুক্ত বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার বড়কুঠিার মাষ্টারপাড়া এলাকার মৃত নবাবজান শেখের ছেলে।এসময় আসামীর নিজ শয়ন কক্ষে কাপড়ের স্তূপের ভিতরে লুকানো অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।র্যাব জানায়, মুরাদ মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। সে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারকারী এবং সংঘবদ্ধ গ্রুপের সমন্বয়ে বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি করে আসছিল। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে আরএমপি বোয়ালিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।