ঠাকুরগাঁওয়ে ৬ হাজার নারীকে নিয়ে বিশাল সমাবেশ
ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘শেখ হাসিনার দশ উদ্যোগ, নারী ক্ষমতায়নের নতুন যুগ’ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রায় ৬ হাজার নারীর উপস্থিতিতে বিশাল সমাবেশ করা হয়েছে।১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বালিয়াডাঙ্গী সম্মিলিত নারী জাগরণ মঞ্চের আয়োজনে উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন হয়েছে। যার কারণে দেশে আজ সর্বক্ষেত্রে নারীরা সাহসী ও যোগ্য ভূমিকা রাখতে পারছে।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত বাবু, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেরা বেগম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিমা আক্তার সুমনা প্রমুখ।