• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৭:০৮:২১ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৭:০৮:২১ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

হাঁসের সাথে এ কেমন শত্রুতা

কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের ফরিদ মিয়ার ১৫শ’ হাঁস বিষ প্রয়োগে মারার অভিযোগ পাওয়া গেছে। এতে খামারীর প্রায় ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে।এ নিয়ে ভুক্তভোগী ফরিদ মিয়া ৯ জনের নাম উল্লেখ করে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।  ৩ নভেম্বর শুক্রবার সকালে ফরিদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমার খামারে থাকা আড়াই মাস বয়সী ২ হাজার ৫শ’ হাঁস গ্রামের সামনে নোয়াটিয়া বিলে পতিত জমিতে প্রতিদিন খাবার খাওয়াতে ছেড়ে দিয়ে আসি। ২ নভেম্বর বৃহস্পতিবার সকালে হাঁসগুলো প্রতিদিনের ন্যায় বিলে খাবার খাওয়ার জন্য ছেড়ে আসার পর বিকালে হাঁসগুলো বাড়িতে আনতে গিয়ে দেখতে পাই অন্তত ১ হাজার ৫শ’ হাঁস বিলের জমিতে মরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।’এ সময় বাতাসে বিষের গন্ধ পাওয়া যায় বলেও জানান তিনি।ফরিদ মিয়া জানান, ‘নোয়াটিয়া বিলের লিজ গ্রহণকারী সদস্য স্থানীয় সরাপাড়া গ্রামের বাসিন্দা রেহান মিয়া গংরা বিলের পতিত জমিতে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মূল্যের ১৫শ’ হাঁস মেরে ফেলেছে। এ নিয়ে তিনি কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।’এ বিষয়ে নোয়াটিয়া বিলের লিজ গ্রহণকারীদের সদস্য সরাপাড়া গ্রামের বাসিন্দা রেহান মিয়া জানান, ‘তারা বিলের জমিতে কোনো প্রকার বিষ প্রয়োগ করেন নাই। ফরিদ মিয়া তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’তিনি আরও বলেন, ‘তাদের লিজকৃত বিলে গত বুধবার রাতে বিষ দিয়ে কে বা কারা মাছ নিধন করেছে। এ নিয়ে তারাও একটি লিখিত অভিযোগ করেছেন কেন্দুয়া থানায়।’এ ব্যাপারে ৩ নভেম্বর শুক্রবার দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ঘটনা দুটির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান