নেত্রকোনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
আমিনুল ইসলাম মনি, (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান ও সচিব লিটন চন্দ্র দাসের বিরুদ্ধে পরিষদে না আসার অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।৫ মার্চ রোববার দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদের সামনে বর্তমান চেয়ারম্যান ও সচিবের এ সকল কর্মকান্ডের প্রতিকার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।মানববন্ধনে এলাকাবাসী দাবি করেন, বর্তমান ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদে আসে না। প্রতিনিয়ত এসব সমস্যার কারণে এলাকার লোকজন বিভিন্ন ধরণের তথ্য সেবা ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। চেয়ারম্যান তার সুবিধামত জায়গায় অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি তাদের। এতে প্রত্যন্ত অঞ্চল থেকে উপকারভোগী লোকজন অনেক কষ্ট করে চেয়ারম্যানের ব্যক্তিগত চেম্বারে এসে সেবা নিতে হয়। এতে করে এলাকার সাধারণ মানুষের মনে দেখা দিয়েছে ক্ষোভ।মানববন্ধনে বক্তব্য রাখেন বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ঝুমন, সাহিত্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, আওয়ামী লীগ নেতা আজিজুল হক প্রমুখ।