নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের সময়-এর নওগাঁ প্রতিনিধি সাব্বির আহম্মেদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান।১২ ডিসেম্বর শুক্রবার বিকেলে নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন।নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম এবং জেলা জজকোর্টের আইনজীবী শুভ্র সাহা।নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি আসাদুজ্জামান, যুগ্ম-সম্পাদক এটিএন নিউজ-এর প্রতিনিধি আব্দুর রাকিব, সাংগঠনিক সম্পাদক দৈনিক গণমুক্তির প্রতিনিধি মেরাজ হোসেন।দপ্তর সম্পাদক পদে দৈনিক স্বদেশ প্রতিদিন-এর প্রতিনিধি আহসান হাবীব অর্থ সম্পাদক জাতীয় অর্থনীতি প্রতিনিধি সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি মির্জা তুষার আহম্মেদ, কার্যকরী সদস্য দৈনিক যায়যায়কাল-এর প্রতিনিধি রানা সরদার নির্বাচিত হয়েছে।পরে রাতে নওগাঁ শহরের মাইডাস চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়।