বদলগাছীতে সিএনজি-ভুটভুটি সংর্ঘষে নিহত ২, আহত ৩
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ৩ জন আহত হয়েছেন।১৯ জুন বৃহস্পতিবার দুপুর ২টায় বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালী প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বদলগাছী অভিমুখী যাত্রীবাহী একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী তুষ বোঝাই একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।এ ঘটনায় সিএনজির এক যাত্রী-চালক ও ভুটভুটির চালকসহ তিন জন আহত হয়েছেন।নিহতদের মধ্য একজনের পরিচয় সনাক্ত হয়েছে, তিনি বদলগাছী উপজেলার সদর ইউপির হাপুনিয়া দীঘির পাড় এলাকার শ্রী ছুঞ্চা পাহানের ছেলে কার্তিক পাহান(৪৫)।আহতরা হলেন, সিএনজি চালক উপজেলার গোড়শাহী গ্রামের বিপ্লব হোসেন রঞ্জু, সিএনজির যাত্রী মথুরাপুর ইউপির নহেলা জাবারিপুর এলাকার আনিসুর রহমান, ভুটভুটি চালক আক্কেলপুর এলকার এমরান আলী রানা। বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুপুর ২টার দিকে বদলগাছী অভিমুখী একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হন।