• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:২১:৫৪ (12-Dec-2025)
  • - ৩৩° সে:

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে।১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে পুলিশ মিডিয়া সেলে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।জানা যায়, ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার দোগাছি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়।গ্রেফতাররা হলেন লাবনি (৪০) ও তার বোন আয়েশা ওরফে শিমু ওরফে জুই, রানা (৩৩) এবং রিপন (৩৫)।পুলিশ জানায়, গ্রেফতার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁয় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।