• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:৪০:৫১ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:৪০:৫১ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

নওগাঁয় সাড়ে ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অভিযান চালিয়ে সাড়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। ১৪ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার কুমুরিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।আটকরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ছোটখাটামারী এলাকার হানিফ আলীর ছেলে মাহাবুব রহমান (৩৩) ও নওগাঁ জেলার সদর থানার কৃত্তিপুর এলাকার বাবু হোসেনের ছেলে সম্রাট হোসেন (২৮)।আজ রোববার দুপুরে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ হাশমত আলী।তিনি বলেন, সদর উপজেলার কুমুরিয়া এলাকায় মাদকের একটি চালান এসে হাত বদল হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাড়ে ৪০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।