• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:৩৩:৪৪ (25-Nov-2025)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে লাদেন মিয়া (২০) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার সাতপোয়া এলাকার ঝিনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাদেন পৌর এলাকার সাতপোয়া মধ্যপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে বলে জানা গেছে।স্থানীয় সুত্রে জানা যায়, লাদেন মিয়া ২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঝিনাই নদীরপাড়ে যায় লাদেন। হটাৎ সে নদী সাঁতরে এক পাড় থেকে অন্য পাড়ে যাওযার চেষ্টা করলে মাঝ নদীতে ডুবে যায়। এসময় ডুবে যাওয়ার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা পুলিশ।নিহতের বাবা সুলতান মাহমুদ বলেন, লাদেন প্রায় ২ বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলো। এছাড়াও তার মৃগীরোগ ছিলো। সকালে খেয়ে বাড়ী থেকে একাই বের হয়ে গেছে। পরে নদীতে ডুবে মারা যাওয়ার খবর জানতে পারি।এ বিষয়ে ঘটনাস্থলে থাকা এস.আই ফখরুল আলম বলেন, লাদেনের মানসিক ও মৃগী রোগ ছিলো। পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে তাদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান