• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ দুপুর ০২:৪৯:০৫ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে পরিবারের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পরিবারের সঙ্গে অভিমান করে রাশেদা আক্তার (১৮) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামে নিজ বসতঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত রাশেদা আক্তার ওই গ্রামের আব্দুল হাকিমের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাশেদা আক্তার একই উপজেলার এক যুবকের সঙ্গে বিয়ে করতে চাইছিল। বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে তার বিরোধ চলছিল। গত সোমবার সে ওই যুবকের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তারাকান্দি এলাকা থেকে তাকে জোরপূর্বক বাড়িতে ফিরিয়ে আনেন।পরে রাতে খাবার খেয়ে রাশেদা নিজের কক্ষে ঘুমাতে যায়। পরদিন সকালে পরিবারের লোকজন তাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহতের বাবা আব্দুল হাকিম বলেন, ‘একটি বিষয় নিয়ে তাকে শাসন করেছিলাম। সে হয়তো আমাদের ভুল বুঝে পরিবারের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে।’এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান