• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ১২:০৩:৫৪ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ১২:০৩:৫৪ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে নদী ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি, ঘর-বাড়ি, স্কুল, মাদ্রাসা, মসজিদসহ নানা স্থাপনা।দ্রুত পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙতে শুরু করেছে পিংনা ইউনিয়নের মীরকুটিয়া কাঠালতলা এলাকাসহ আশপাশের বিভিন্ন গ্রাম। এসব এলাকার ভাঙন রোধে ৫ জুলাই শুক্রবার সকাল থেকে ফেলা হচ্ছে জিও ব্যাগ। ইতোমধ্যে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিতরণ করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সামগ্রী।শুক্রবার সকালে পিংনা ইউনিয়নের ভাঙন কবলিত এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুর রশিদ। ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ২০০ গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, থানার ভারপ্রাপ্ত অফিসার মুশফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন শিবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা শিখা প্রমুখ।এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুর রশিদ বলেন, প্রাথমিক পর্যায়ে ভাঙন রোধ করতে ৩০ লক্ষ টাকার জিও ব্যাগ সম্বলিত বালির বস্তা ফেলা শুরু হয়েছে। ভাঙন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের করা হবে।  

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান