• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩২ রাত ১২:৩০:১০ (18-Jun-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩২ রাত ১২:৩০:১০ (18-Jun-2025)
  • - ৩৩° সে:

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফরহাদ হোসেন নিহত

বরিশাল প্রতিনিধি: বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়- ১) উপসচিব ড. মো. ফরহাদ হোসেন নিহত হয়েছেন।৬ ডিসেম্বর শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে মুলাদী উপজেলার প্যাদারহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মুলাদী থানার ওসি জহিরুল আলম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘নিহত মো. ফরহাদ হোসেন মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষীপুর এলাকায় মাওলানা আব্দুল কাদেরের ছেলে। তিনি শুক্রবার বিকেলে মীরগঞ্জ ফেরিঘাট থেকে একটি থ্রি-হুইলারের মুলাদী সদরে যাচ্ছিলেন।’আহত যাত্রীদের বরাত দিয়ে ওসি বলেন, ‘থ্রি হুইলারটি (মাহিন্দ্রা আলফা) প্যাদারহাটের পার হয়ে হাওলাদার ব্রিজের কাছাকাছি পৌঁছালে একটি কুকুর হঠাৎ সামনে আসলে চালক আকস্মিক ব্রেক করে। এতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’ওসি আরও বলেন, চালকের যে পাশে মো. ফরহাদ হোসেন বসা ছিলেন, ‘মাহিন্দ্রাটি সেই পাশেই উল্টে যায়। এতে ফরহাদ হোসেন মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।’এদিকে দুর্ঘটনায় থ্রি-হুইলারের চালক ও অন্যান্য যাত্রীরা তেমনভাবে আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, ‘হাসপাতালে আসার আগেই উপসচিব ড. ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে।’অন্যদিকে চরলক্ষীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, ‘নন্দীর বাজারে শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে ড. ফরহাদ প্রধান অতিথি ছিলেন। এতে অংশ নিতে তিনি ঢাকা থেকে চর লক্ষীপুরে আসছিলেন।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান