• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৩:২১:৩০ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

টঙ্গী বাজারে ভুয়া কসমেটিকস রাখায় ৯৫ হাজার টাকা জরিমানা

মাল্টিমিডিয়া রিপোর্টার : গাজীপুর জেলার টঙ্গী বাজারে কসমেটিকস মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে।১১ ডিসেম্বর বৃহস্পতিবার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।নকল কসমেটিকস পণ্য রাখার অপরাধে মা বাবার দোয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার, মেচিং কর্নারকে ২০হাজার টাকা ও রংধনু কসমেটিক্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, শীতের শুরুতে প্রসাধনী সামগ্রীর ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পায়। এসময় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে নকল, ভেজাল, অননুমোদিত, মেয়াদ উত্তীর্ণ মালামাল কৌশলে বিক্রি করে থাকল। এসব অপকর্ম রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান