গাজীপুরে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের গাছায় তিতাস গ্যাসের অভিযানে মোল্লা এন্টারপ্রাইজ নামে একটি কয়েল কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২৪ সেপ্টেম্বর রোববার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জয়দেবপুর জোনের ম্যানেজার মোখলেছুর রহমানের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস।জানা যায়, দীর্ঘিদিন ধরে এই কয়েল কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যাবহার করে কয়েল তৈরি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রেববার দুপুরে নগরীর বোর্ড বাজারের খাইলকুর এলাকায় এই অভিযান পরিচালনা করে কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার খুলে দেয়া হয়। পরে কারখানার মালিক কেসমতি বেগমকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী কেএম ফসাল আহমেদ, সহকারী পকৌশলী মো. রাকিব হাসান।