• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:১৬:৫১ (30-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:১৬:৫১ (30-Jul-2025)
  • - ৩৩° সে:

মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে : হাসনাত আব্দুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু মাইলস্টোনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে।’দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুর একটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চ মাঠে আয়োজিত সভায় হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।এসময় তিনি আরো বলেন, “ফ্যাসিবাদবিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহবান করবো- বাংলাদেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে ফ্যাসিবাদবিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে। একই সাথে গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি সেগুলো আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। এর আগে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে।’অতীতের শাসকরা আমাদেরকে একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “আপনি রাস্তায় বের হন বাসে চাপা পড়ে মরবেন, হসপিটালে যান- চিকিৎসার অভাবে মারা যাবেন, আপনি বিমান দুর্ঘটনায় মারা যাবেন, লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন- বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদেরকে দেয় নাই। এই রাষ্ট্রের কাছে আমরা একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা একটা ভালো শিক্ষা খাত চেয়েছিলাম, ভালো একটা নির্বাচন ব্যবস্থা চেয়েছিলাম, ভালো একটা রাষ্ট্র চেয়েছিলাম। আমরা ঐক্যবদ্ধ থাকলে ইতিহাস গড়বো। সবার জন্য সমান অধিকার, ইনসাফ, ন্যায্যতার বাংলাদেশ আমরা গঠন করবো।’এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজ সবসময় ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, দেশের পক্ষে কথা বলেছেন, লড়াই করেছেন। বিগত জুলাই-আগস্ট আন্দোলনেও ব্রাহ্মণবাড়িয়ার আলেমরা, তরুণ-তরুণীরা সামনে থেকে লড়াই করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদিত তিতাস গ্যাস ঢাকা-ময়মনসিংহসহ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আমরা এই ধরেণর বৈষম্যমূলক উন্নয়ন চাই না। উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, দেশের প্রত্যেকটি জেলায় সমানভাবে উন্নয়ন করতে হবে।’সমাবেশ শুরুর আগে সকালে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাত করেন এনসিপি নেতৃবৃন্দ। পরে বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি ফারুকী পার্ক সড়ক, মৌড়াইল, সরকারি কলেজ মোড়, টি.এ রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এতে সামনে থেকে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিনাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কর্মসূচিতে এনসিপির নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ অংশ নেন। পদযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চের সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে পদযাত্রার গাড়িবহর পাশ্ববর্তী জেলা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান