সাতক্ষীরায় ৩০০ পিস ইয়াবাসহ আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মো. হাফিজুল ইসলাম (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।১৫ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত ভোররাতে কালিগঞ্জ উপজেলার খারহাট গ্রামের প্রেম চন্দ্র হালদারের বাড়ির সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।আটক হাফিজুল ইসলাম কালিগঞ্জ উপজেলার খারহাট গ্রামের গফফার হোসেন গাজীর ছেলে।এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, কালিগঞ্জ থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চলানো হয়। এ সময় এসআই শিমুল হালদার, এএসআই এম.ডি মাইনুল ইসলাম, সঙ্গীয় ফোর্সের সহায়তায় খারহাট গ্রামের প্রেম চন্দ্র হালদারের বাড়ির সামনে রাস্তার উপর থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুলকে আটক করেন।এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।