• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৪:১০:৪৭ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৪:১০:৪৭ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

কুরবানির সমস্ত গোশত বিলিয়ে দিলেন মুকসুদপুরের জিন্নাহ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: ভোগে নয়, ত্যাগেই শান্তি নিহিত রয়েছে। আল্লাহর অশেষ রহমতে এবারও ২টি বোল্ডার গরু কুরবানি দিয়ে আত্মীয়-স্বজনসহ ননীক্ষীর ও জলিরপাড় ইউনিয়নের গরিব-দুঃখী মানুষদের মাঝে সমস্ত গোস্ত বিতরণ করেছেন গরিবের বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মো. জিন্নাহ।শুধু মাত্র গোস্ত বিতরণ করে ক্ষান্ত নন তিনি, গরিব দুঃখী অসহায় মানুষদের যেকোন সমস্যা ও বিপদে আপদেও পাশে দাঁড়ান মানুষের ভ্যানগার্ড হিসেবে। গোস্ত বিতরণের সময় গিয়ে দেখা যায়, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর নিকট দোয়া চান। তিনি মনে করেন, মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকলে সঠিকভাবে দেশ পরিচালিত হবে, বহি. বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।গোস্ত নিতে আসা হাসি বেগম (৬০), আজিজুল মোল্লা (৫০) ও ফিরোজ শেখ (৬০) গণমাধ্যম কর্মীদের জানান, শেখ মো. জিন্নাহ প্রতি বছরের ন্যায় এ বছরও দুইটি বোল্ডার গরু কোরবানি দিয়েছেন। তিনি সবই গরিব-দুঃখী-অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছেন। এক টুকরো গোস্তও নিজের খাওয়ার জন্য রাখেন না। সবই তিনি বিলিয়ে দেন।তারা আরও বলেন, শুধু তাই নয়, আমরা বিপদ-আপদে পড়লেও আমাদের পাশে থেকে সকল প্রকারের সহযোগিতা করে থাকেন তিনি। আমরা শেখ মো. জিন্নাহর জন্য মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে দোয়া করি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান