সিংগাইরে শীতকালীন ফুটবল উৎসব শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি: শীতের বিকেলে সিংগাইর উপজেলার খান বানিয়াড়া মাঠ যেন রূপ নিয়েছিল এক টুকরো ফুটবল নগরীতে। মাঠজুড়ে দর্শকের উপচেপড়া ভীড়, চারপাশে বাহারী রঙিন পতাকা আর বাঁশি হাতে উচ্ছ্বসিত তরুণদের ভিড়। ঠিক সেই মুহূর্তেই মাঠে পা রাখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। করতালি আর উল্লাসে শুরু হয় মানিকগঞ্জের সিংগাইরে শীতকালীন ফুটবল উৎসব।১০ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩টায় জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়াড়া খেলার মাঠে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মানিকগঞ্জসহ তিন জেলার মোট ৮টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে, যা স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহকে নতুন মাত্রা দিয়েছে।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি ও মানিকগঞ্জ ব্রাদার্স ক্লাব। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে জয় তুলে নেয় কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি।খেলা শেষে দর্শকদের উচ্ছ্বাসের মাঝেই কথা বলেন জামাল ভূঁইয়া। তিনি বলেন, জাতীয় দল গত কয়েক বছরে ভালো খেলেছে এবং সামনে আরও ভালো করবে। গ্রামের মাঠে এত মানুষের ফুটবল উন্মাদনা দেখে তিনি আনন্দিত বলেও জানান।