সিংগাইরে পানিতে ডুবে ২ বন্ধু নিহত
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে নৌকাবাইচ দেখতে গিয়ে ২ বন্ধুর নিহতের খবর পাওয়া গেছে। নিহতেরা হলেন, সিফাত (১৫) ও ওয়াসিম(১৭)। ২ অক্টোবর সোমবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম। নিহত সিফাত উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকার নুরুল ইসলামের পুত্র এবং ওয়সিম একই ইউনিয়নের লক্ষীপুর এলাকার তোফাজ্জলের পুত্র। দুজনেই উপজেলার সাহরাইল উচ্চ বদ্যালয়ের ছাত্র ছিলেন।স্থানীয়রা জানায়, ৩০ সেপ্টেম্বর শনিবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পাতিলঝাপ গ্রামের কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ দেখতে যান নিহত ২ বন্ধুসহ আরও ২০-২৫ জন। এসময় তারা ইঞ্জিনচালিত একটি নৌকা ভাড়া করে নৈাকাবাইচ দেখার জন্য নদীতে নামে। হঠাৎ আরেকটি নৌকার ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা নদীর পার হয়ে তীরে আসলেও নিখোঁজ হন ২ বন্ধু।সিংগাইর উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ ইশতিয়াক আহামেদ বলেন, খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে খোঁজ করে রোববার সিফাতের মরাদেহ উদ্ধার করা হয় এবং সোমবারে উদ্ধার হয় ওয়াসিমের মরদেহ।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিহত ২ বন্ধুর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।