• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:০৬:০৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:০৬:০৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

পিরোজপুরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ওপর পুলিশের কর্মশালা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ওপর পুলিশের কর্মশালা১০ জুলাই বুধবার সকালে পুলিশের ইন-সাভির্স ট্রেনিং সেন্টারে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন জেলা পুলিশের ৪৫ জন সদস্য।কর্মশালায় অপরাধীদের অবৈধ কার্যক্রম সম্পর্কিত তথ্য ব্যবহার করে কীভাবে তাদের শনাক্ত করা যায় এবং বিচারের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার পদে (পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ পিরোজপুর সদর, ওসি ডিবি, বিকাশের ইভিপি ও হেড অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অব.) সহ বিকাশের অন্যান্য পদের অফিসারবৃন্দ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান