• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০৮:২৪ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০৮:২৪ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে হিট স্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হিট স্ট্রোকে রাসেদুল ইসলাম (৫০) নামে এক খবরের কাগজ বিক্রেতার মৃত্যু হয়েছে। মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।২৬ এপ্রিল শুক্রবার দুপুর ২টায় উপজেলার মদাতী ইউনিয়নের চামটার হাট বাজার সংলগ্ন এলাকার রাস্তায় সে হিট স্ট্রোকে মারা যায়। রাসেদুল পার্শ্ববর্তী হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোর্দ্দ বিছনদ‌ই এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ মদাতী ইউনিয়নের চামটারহাট বাজারের এক হোটেলে বসে ভাত খেয়ে রোদে বের হন রাসেদুল। পরে রাস্তায় প্রচণ্ড গরমে সে হাঁপাতে থাকে। এক পর্যায়ে সে বুক চেপে ধরে পাটিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই সে মারা যায়।স্থানীয়দের ধারণা, তিনি হিট স্ট্রোকেই মারা গেছেন। রাশেদুল দীর্ঘদিন থেকে সংবাদপত্র বিক্রি করতো। তবে পত্রিকা বিক্রির টাকায় সংসার চালাতে কষ্ট হওয়ায় সম্প্রতি সে অটোরিকশা চালানো শুরু করেন।কালিগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, মৃত্যুর ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান