গোয়ালন্দে হেরোইন ও গাঁজাসহ ৪ মাদক কারবারী আটক
রাজবাড়ি প্রতিনিধি: রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ ৩ জন এবং ২টি গাঁজা গাছসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে মোট ৪ জন মাদক কারবারীকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।ওসি বলেন, এ.এস.আই মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ১৫ সেপ্টেম্বর সন্ধায় অভিযান চালিয়ে গোয়ালন্দ ঘাট এলাকার বিষ্ণপুর বরাট বালিকা বিদ্যালয়ের সামনে থেকে মাদক কারবারী মো. রাসেল গাজী (৪৫) কে ১০ গ্রাম হিরোইনসহ আটক করে। আটক রাসেল সদর থানার কাচরন্দ গ্রামের মৃত আ. রশিদ গাজীর পুত্র। তার কাছথেকে উদ্ধার হওয়া হিরোইনের আনুমানিম মূল্য প্রায় ১ লক্ষ টাকা।অন্যদিকে এ.এস.আই. ইছা খানের নেতৃত্বে পুলিশের আরেকটি দল পৃথক অভিযানে ১৫ সেপ্টেম্বর বিকেলে একই এলাকার সমীর মৃধা পাড়ার হাসেম দেওয়ানের (৫৫) বসতঘরের পেছন থেকে ২ টি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করে। আটক হাসেম দেওয়ান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মদনখালি গ্রামের মৃত শুকুর আলী শেখের ছেলে।এদিকে পৃথক আরেক অভিযানে এস.আই. মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৫ সেপ্টেম্বর রাতে দৌলতদিয়া পোড়াভিটা বাঁশের সাঁকো এলাকা থেকে নায়েব হোসেন হৃদয় (৩৮) ও রেজাউল সিকদারকে (৪২) ৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটক নায়েব মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আমডালা গ্রামের আব্দুল কুদ্দুস ছেলে ও রেজাউল গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার শাহাদাৎ মেম্বার পাড়া গ্রামের মৃত. মহিউদ্দিন শিকদারের ছেলে। তাদের কাছথেকে উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।পরে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।