• ঢাকা
  • |
  • সোমবার ২রা আষাঢ় ১৪৩২ সকাল ০৬:১৮:৩৭ (16-Jun-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২রা আষাঢ় ১৪৩২ সকাল ০৬:১৮:৩৭ (16-Jun-2025)
  • - ৩৩° সে:

দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লি থেকে অবৈধ দেশীয় তৈরি চোলাই মদসহ মো. আজগর আলী (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম। মো. আজগর আলী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চক কৃষ্ণপুর কায়েম খোলা গ্রামের জামাত আলী সরদারের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে দৌলতদিয়া পতিতা পল্লীর জিয়া সরদারের বাড়ির পশ্চিম পার্শ্বের একটি পাকা ঘরে অভিযান পরিচালিয়ে আসামিকে ২৭ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করা হয়।গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান