• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১০:৫৩:৩৩ (02-Oct-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১০:৫৩:৩৩ (02-Oct-2023)
  • - ৩৩° সে:

তেঁতুলিয়ায় কৃষকদের চারা ও কৃষি উপকরণ দিলো ইএসডিও

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কৃষকদের মাঝে উচ্চ মূল্যের ফল গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করেছে।উচ্চ মূল্যের ফল ও ফসলের জাত সম্প্রসারণ এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহোযোগিতায় ইএসডিও ১২ সেপ্টেম্বর মঙ্গলবার কৃষকদের মাঝে মিনি টিলার, ওয়াটার পাম্প, ঘাস নিরানী যন্ত্র ও ২৮ জন কৃষকের মাঝে উচ্চ মূল্যের ২ হাজার ২শ’ ৮৫টি ফলের চারা বিতরণ করা হয়।কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, ইএসডিও'র প্রধান কার্যালয়ের হেড অফ ইনক্লুসিভ মাইক্রো-ফিনান্স অফিসার আইনুল হক, পিকেএসএফের উপ-ব্যবস্থাপক (কার্যক্রম) আলাউদ্দিন আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক (ইএসডিও -আরএমটিপি) কৃষিবিদ কল্যাণ মহান্ত প্রমুখ।এ সময় চাষিদের মাঝে লংগান ৪শ’ ৮৫টি , টিআরআর জাতের কফি ১৪০০টি এবং সিড লেজ ৪০০টি লিচুর চারা বিতরণ করা হয়। এছাড়াও উদ্যোক্তাদের মাঝে ট্রাইকো কম্পোস্ট জৈব সার উৎপাদন করার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক অনুদান হিসেবে দেওয়া হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV