• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ০৭:৫০:২১ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে তাপমাত্রা ১০.৪ ডিগ্রি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শৈতপ্রবাহের ফলে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলছে। তাপমাত্রা নেমে এসেছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ না হতেই ঘন কুয়াশায় পঞ্চগড় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।  পঞ্চগড়ে এখন মৃদুশৈতপ্রবাহ শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যা নামার সাথে সাথেই চারদিক ঢেকে যায় কুয়াশায়, সারা রাত টিপটপ করে ঝরে পড়ে শিশির। গায়ে জড়াতে হয় ভারি কাপড়, কাঁথা, কম্বল। সকালে বেশ বেলা পর্যন্ত চারদিক ঢাকা থাকে কুয়াশার চাঁদরে। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চালাতে হয় গাড়ি।প্রতিবছরের ন্যায় এবারও শীতের কারণে বেকায়দায় পড়তে হচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। সকালে শীতের প্রকোপ উপেক্ষা করেই তাদের কাজ করতে হচ্ছে মাঠে। তবে, শীতের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন বয়স্ক ও শিশুরা। শীতজনিত কারণে হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়ে চলেছে।পঞ্চগড়ে টানা কয়েক দিন থেকে তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করলেও ৬ ডিসেম্বর ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৭ ডিসেম্বর ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আজ ৮ ডিসেম্বর ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস  তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিসি।তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহে আরো জেঁকে বসবে শীত এবং ডিসেম্বরের মাঝামাঝি জেলার ওপর দিয়ে তীব্র শৈতপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান