দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন ড. এনামুল হক
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. এনামুল হক। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেণিকক্ষে শিক্ষাদানে বিশেষ অবদান ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।ড. এনামুল হক দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক এবং কামিল হাদিস বিভাগের প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন।উল্লেখ্য, ড. এনামুল হক এর আগেও তার শিক্ষাদানের দক্ষতার স্বীকৃতি হিসেবে ২০০৪ ও ২০০৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবার তিনি জেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে শিক্ষাঙ্গনে প্রশংসিত হয়েছেন।শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি এবং নৈতিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার কারণেই তিনি এই সম্মান অর্জন করেছেন।ড. এনামুল হককে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক সমাজসহ শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।