• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:০৪:২৬ (07-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:০৪:২৬ (07-Dec-2024)
  • - ৩৩° সে:

শুল্কমুক্তভাবে ৫ হাজার মেট্রিক টন চাল আমদানি, তবুও কমেনি দাম

নিজস্ব প্রতিবেদক: গত এক সপ্তাহে শুল্কমুক্তভাবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলেও কমেনি চালের দাম। গত এক সপ্তাহে ৫ হাজার মেট্রিক টন চাল আমদানি হলেও খুচরা বাজারে দেশি চালের দাম আগের মতোই রয়েছে। দাম না কমাতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।আঠাশ জাতের চাল ৫৮ টাকায়, সম্পাকাটারি ৭০ টাকায়, স্বর্ণা জাতের চাল ৫৫ টাকায় এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত রত্নাআতব ৫৩ থেকে ৫৪ টাকায়, সম্পাকাটারি ৭০ টাকায় এবং স্বর্ণা জাতের চাল ৫৩ টাকা দরে বিক্রি হচ্ছে।১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করার পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি হচ্ছে। তবে ভারতের অভ্যন্তরে দাম বেশি হওয়াতে আমদানিকারকরা বিপাকে পড়েছেন। ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে আশা করা যায়, অল্প দিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে চলে আসবে।হিলি কাস্টমসের তথ্যমতে, গত ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ভারতীয় ১৩২ ট্রাকে ৫ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।উল্লেখ্য, সারা দেশের ১০২ জন আমদানিকারক ৫ লাখ ৮৭ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান