• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই চৈত্র ১৪২৯ রাত ০৮:৪৩:০০ (30-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

আমিনুল ইসলাম মনি (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে প্রায় শতাধিক দোকান।২২ মার্চ বুধবার রাতে বাজারের জুয়েলারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি জুয়েলারি দোকানে প্রথম আগুন ধরে গেলে পরে  আশেপাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।এ সময় স্থানীয় এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হলে খবর দেয় ফায়ার সার্ভিসকে।জেলার পূর্বধলা ও নেত্রকোনার ফায়ার সার্ভিস এবং ময়মনসিংহ জোনের  গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।আগুন লাগার সংবাদ শোনা সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ ও পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স ও উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।এদিকে শ্যামগঞ্জে আগুন লাগার সংবাদ পেয়ে বাজারের ব্যবসায়ীরা সিএনজি করে দ্রুত ঘটনাস্থলে আসার সময় সিএনজি ও ট্রাকের মুখোমুখি  সংঘর্ষে ২ জনের মৃত্যুর হয়েছে। গতকাল রাতে আগুন লাগার পরপরই নেত্রকোনা ময়মনসিংহ সড়কের বেলতলী নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV