পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে উম্মে তাহমিনা (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।১৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১ টার দিকে পৌর শহরের গুলপাড়া মহল্লার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।ঘটনার পরপরই নিহতের স্বামী এনজিও কর্মী আসাদ পালিয়ে যাওয়ার পাশাপাশি গলায় দাগ থাকায় বিষয়টি রহস্যজনক বলে দাবি করেছেন স্থানীয়রা।মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন রেল থানার সাব ইন্সপেক্টর খালেদ আনোয়ার।