• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ দুপুর ০২:১৯:৫৫ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।১৮ জানুয়ারি রোববার সকাল ১১টা ১৫ মিনিটে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে কেন্দ্রটির তিনটি ইউনিটই অচল হয়ে পড়ে।এর আগে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি ২০২৪ সালের ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। পাশাপাশি ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ আছে। প্রথম ইউনিটটি গত ১৪ জানুয়ারি চালু করা হলেও মাত্র চার দিনের মধ্যেই আবার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বয়লার ঠান্ডা হওয়ার পর মেরামতকাজ শুরু করা হবে। তবে উৎপাদন পুনরায় কবে শুরু হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পুরোনো ইউনিট হওয়ায় মেরামতে দীর্ঘ সময় লাগতে পারে বলে তিনি জানান।এদিকে, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল পরিচালিত ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি প্রয়োজনীয় যন্ত্রাংশ পাওয়া গেলে আগামী মার্চ মাসে পুনরায় উৎপাদনে ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান