গাইবান্ধায় বৈদ্যুতিক খুঁটি পড়ে প্রাণ গেল শ্রমিকের
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা: গাইবান্ধায় পল্লী বিদ্যুতের সংযোগ খুঁটি ট্রলিতে তুলতে গিয়ে আবু তাহের (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।১৮ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের তেঁতুলতলা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবু তাহের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের তালেব মিয়ার ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু। খবর পেয়ে অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাহের মিয়া পল্লী বিদ্যুতের মেসার্স রুবেল ঠিকাদারী প্রতিষ্ঠানের একজন শ্রমিক হিসেবে কাজ করছিলেন সেখানে। সন্ধ্যার আগে তেঁতুলতলা মোড়ে তাহেরসহ অন্য শ্রমিকরা বৈদ্যুতিক লাইন সংযোগের জন্য খুঁটি বসানোর কাজ করছিলেন। এসময় একটি বৈদ্যুতিক খুঁটি ট্রলিতে তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে তাহেরের মাথায় পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পল্লী বিদ্যুতের কিছু গাফিলতি থাকতে পারে। মামলার বিষয়ে পরিবারের সাথে কথা বলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।