সুন্দরগঞ্জে স্বামীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীর নামে মামলা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধায় স্ত্রী চন্দনা রাণী প্রতিমার (৩২) বিরুদ্ধে স্বামীকে নির্যাতনের অভিযোগে সুন্দরগঞ্জ আদালতে মামলা করেছেন স্বামী রবিন্দ্রনাথ কর্মকার (৪২)। আসামীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ আমলী আদালতের বিচারক জান্নাতুল ইসলাম আসামীর প্রতি এ সমন জারি করেন। নির্যাতিত স্বামী রবিন্দ্রনাথ কর্মকার জেলার সুন্দরগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকার মৃত জোগেশ চন্দ্র কর্মকারের ছেলে।বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী গাইবান্ধা জেলা জজকোর্টের অ্যাড.আবেদুর রহমান সবুজ।অ্যাড. আবেদুর রহমান সবুজ বলেন, দীর্ঘ ১৮ বছর আগে রবিন্দ্রনাথ কর্মকারের সঙ্গে একই উপজেলার বামনজল এলাকার সুরেশ চন্দ্রে মেয়ে চন্দনা রাণী প্রতিমার পারিবারিকভাবে বিয়ে হয়। সংসার জীবনে তাদের পায়েল কর্মকার (১৫) ও মুসকান কর্মকার (৭) নামের দুটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে সামান্য কিছু হলেই কাউকে কিছু না জানিয়ে যখন তখন বাপের বাড়ি চলে যান চন্দনা। এক পর্যায়ে রবিন্দ্রনাথ তার স্ত্রী চন্দনাকে আনতে গেলে ৩০ লাখ টাকা অথবা বাড়ির ভিটার ৩৫ শতাংশ জমি লিখে দিতে বলা হয়। তিনি সংসার ও বাচ্চাদের কথা চিন্তা করে ২০১৮ সালের ২৪ জুলাই চন্দনার নামে ১৩ শতক জমি ক্রয় করে দেন।তিনি আরও বলেন, কিছুদিন পর আবার বাড়ির ভিটার জায়গা অথবা ৩০ লাখ টাকা দিতে হবে দাবি করতে থাকেন। না দিলে সংসার করবে না। মামলা করবে বলে হুমকি ও অমানুষিক নির্যাতন করতে থাকেন। সর্বশেষ চলতি বছরের ৯ মে বিকালে টাকা, স্বর্ণ, বিভিন্ন আসবাবপত্রসহ কন্যাদের সঙ্গে নিয়ে বাবার বাড়ি চলে যান। রবিন্দ্রনাথ তাকে বাড়িতে আনতে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এরই ধারাবাহিকতায় রবিন্দ্রনাথ বাদী হয়ে স্ত্রী চন্দনা, শাশুড়ি উর্মিলা রাীণী (৫৫) ও ভায়রা দীপু চন্দ্র কণ্ঠককে (৩৫) আসামী করে মামলা দায়ের করেন। পরে ১০ ডিসেম্বর মঙ্গলবার আদালত তা আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।