• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:৩১:০৫ (29-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:৩১:০৫ (29-Jul-2025)
  • - ৩৩° সে:

শুরু হচ্ছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব

নিজস্ব প্রতিবেদক: ভাষা সৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট, পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ১০২ তম জন্মদিন উপলক্ষে শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্য উৎসব ও স্মারক সম্মাননা ২০২৫’।৮ মে থেকে ১১ মে ২০২৫ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এর আয়োজন করা হয়।সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে প্রতি বছর এই নাট্যোৎসবের আয়োজন করে আসছে। এই আয়োজনে পদাতিক নাট্য সংসদসহ দেশের ৩টি নাটকের দল জাহাঙ্গীরনগর থিয়েটার, এক্টোম্যানিয়া ও নাট্যতীর্থ অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ বিকেল সাড়ে ৫টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৪ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন হবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে স্মারক সম্মাননা ২০২৫ প্রদান করা হবে।