‘ফেসবুকে গুজব প্রতিরোধে সতর্ক থাকতে হবে’
মৌলভীবাজার প্রতিনিধি: ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।১১ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।আসন্ন দুর্গাপূজা নিয়ে পুলিশ সুপার বলেন, ২০২২ সালের পূজায় পুলিশ যেভাবে আপনাদের পাশে ছিল, এবছরও আপনারা আমাদের পাশে পাবেন। আমরা আগের চেয়ে এবছর আরও এগিয়ে থাকব।তিনি বলেন, আমাদের এখন থেকেই সচেতন থাকতে হবে। আমরা বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আপনাদের পাশে থেকে, আপনাদের নিয়ে কাজ করে যেতে চাই।মনজুর রহমান বলেন, দুষ্কৃতিকারীরা ফেসবুক বা অন্য কোন সামাজিক মাধ্যমে পুরনো কোন ছবি বা এডিট করা ছবি পোস্ট করেও গুজব সৃষ্টি করে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে। এরকম কিছু দেখলে সচেতনভাবে পুলিশকে অবহিত করতে হবে। কোনটা ফেইক কোনটা রিয়েল, সেটা যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিজেদের মধ্যে সামাজিক কোন সমস্যা বা মন্দির কমিটি নিয়ে দ্বন্দ্ব থাকলে, সেটা এখনই নিরসন করতে হবে। তা না হলে তৃতীয় পক্ষের কেউ এই সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মৌলভীবাজার জেলার পূজা উদযাপন কমিটি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন দুর্গাপূজা উদযাপন নিয়ে তাদের মতামত জানান।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো, আজমল হোসেন, মৌলভীবাজার জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জগণ।