• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ভাদ্র ১৪৩১ দুপুর ০২:০৬:৩০ (13-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ভাদ্র ১৪৩১ দুপুর ০২:০৬:৩০ (13-Sep-2024)
  • - ৩৩° সে:

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাই-আল আইন হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৫৫) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। ২ জুন রোববার দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।মোহাম্মদ আলমগীর চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের সালামত সুকানির বাড়ির মফিজুল্লাহ কোম্পানির ছেলে।নিহত আলমগীরের জেঠাত ভাই মোহাম্মদ রিয়াদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আলমগীর হাইওয়েতে স্ট্রিট লাইটের রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য কর্মস্থলে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছনের দিক থেকে দুবাই মুখি স্থানীয় আরব চালিত একটি দ্রুতগামী ল্যান্ড ক্রুজার গাড়ি তার টয়োটা পিক আপকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আবুধাবির সাধারণ সম্পাদক ও নিহতের পূর্ব পরিচিত মহিউদ্দিন মিঠু জানান, তিনি বিগত ৩০ বছর ধরে আমিরাতে এসেছে এবং এক বছরেরও কম সময় পূর্বে তার জ্যেষ্ঠ কন্যার বিয়ের জন্য দেশে গিয়েছিলেন। মৃত্যুকালে তিনি ২২, ১৮ ও ১০ বছর বয়সী কন্যা সন্তান এবং ১৫ বছর বয়সী এক পুত্র ও স্ত্রীকে রেখে যান। তার পরিবারে চলছে শোকের ছায়া, পরিবারের কান্নার শব্দে পরিবেশ ভাড়ি হয়ে উঠেছে।বর্তমানে তার মরদেহ আল আইনস্থ আল জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে বলে জানান তিনি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান