• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:৩৬:০০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:৩৬:০০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

রানা প্লাজা ধ্বসের ১০ বছর

২৪ এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৫৮:৩৭

রানা প্লাজা ধ্বসের ১০ বছর

মোঃ ওমর ফারুক, সাভার প্রতিনিধি: পেছনে পরিত্যক্ত ১৮ শতাংশ ভূমি, সামনে এক হাতে হাতুড়ি, আরেক হাতে কাস্তে। ওপরে টাঙ্গানো লাল পতাকা... বর্তমানে দেখতে ছিমছাম পরিত্যক্ত জায়গাটিতে দশ বছর আগে ছিল রানা প্লাজা নামের নয় তলা ভবন। ভবনে ছিল কয়েকটি পোশাক কারখানা। ২০১৩ সালের ২৪ এপ্রিলের সকালে ভবনের কারখানায় কাজ শুরু করেছিলেন শ্রমিকরা। বেলা সাড়ে নয়টার দিকে বিকট শব্দে ধসে পড়ে পুরো ভবন। সৃষ্টি হয় এক নির্মম ইতিহাস। প্রাণ হারায় ১১৩৬ জন শ্রমিক।

আজ সোমবার সাভারে ধ্বসে পড়া রানা প্লাজা ট্রাজেডি দশ বছরে পা দিল। এ উপলক্ষে সকাল থেকে শ্রমিকরা রানা প্লাজার সামনে নানা কর্মসুচি পালন করছেন।

দশ বছর উপলক্ষে সকাল থেকে রানা প্লাজার নিহত শ্রমিকদের পরিবার, আহত শ্রমিকরা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে নিহতের স্বরণে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা মানববন্ধন বিক্ষোভ মিছিল ও অনশন কর্মসুচি পালন করেন।

এসময় তারা রানা প্লাজার মালিক সোহেল রানা ও গার্মেন্টস মালিকের ফাঁসির দাবি জানান সরকারের কাছে। বিভিষিকাময় এই দিনটি স্বরণ করতে গিয়ে রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা কান্নায় ভেঙে পড়েন। তারা সরকার ও বিজিএমইএর কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন।

এদিকে রানা প্লাজার সামনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১৬:৫৪

গাছ সতেজ রাখতে এড়িয়ে চলুন সাত ভুল
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১০:১৭


আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৫:৫৫