• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:২৩:৫০ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:২৩:৫০ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল কারিগর তারেক রহমান: তকদির হোসেন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তকদির হোসেন মো. জসিম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল কারিগর হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।১০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘খারঘর গণহত্যা’ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।তকদির হোসেন মো. জসিম করেন, তারেক রহমান লন্ডনে বসে ছাত্র আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করছেন। ডিজিটাল সিস্টেমেও দেশের কল্যাণে নিরলস প্রচেষ্টা নিয়ে কাজ করে যাচ্ছেন। এসময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনে নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণসহ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান