• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ বিকাল ০৫:১৬:২২ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

বিএনপি থেকে বহিষ্কার হলেন বিদ্রোহী প্রার্থী নাজমুল হোসেন তাপস

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তাপস বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অর্থ সম্পাদক ছিলেন।২১ জানুয়ারি বুধবার বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-হাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাপসকে দলীয় সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।উল্লেখ্য, তাপস মনোনয়নপত্র প্রত্যাহার না করে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি প্রত্যাহার না করায় তাকে দল থেকে বহিষ্কার করা হলো। তবে বহিষ্কারের পরও তার অনুসারীরা ফুটবল প্রতীক নিয়ে গণসংযোগ চালাচ্ছেন।এ প্রসঙ্গে তাপস আগে বলেন, ‘এখন শুধু ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ভাবছি। এই মাঠে বহু বছর ধরে কাজ করেছি, দলের জন্য হাল ধরেছি। এখন ফসল তোলার সময় এসেছে। সুষ্ঠু নির্বাচন হলে আমার বাবা, মরহুম কাজী আনোয়ার হোসেনের দোয়া এবং নেতাকর্মীদের সমর্থনে আমার বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান