• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১০:৪৬:৪৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১০:৪৬:৪৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় তুলাচাষিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গার ৪টি উপজেলায় ১৬৯০ জন তুলা চাষিকে ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার প্রণোদনার উপকরণ দেয়া হয়েছে।এ উপলক্ষে ২৭ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দীন আল-আজাদ, জেলা সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ এবং তুলা ইউনিট কর্মকর্তা আতিকুর রহমান।প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষ জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৭০ জন, আলমডাঙ্গা উপজেলায় ৩৫০ জন, দামুড়হুদা উপজেলায় ৬৫০ জন ও জীবননগর উপজেলায় ৫২০ জন তুলা চাষিকে ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার ৮০০ গ্রাম হাইব্রিড তুলা বীজ, ২৬ কেজি ইউরিয়া সার, ডিএপি ৫০ কেজি, এমওপি ৫০ কেজি, কীটনাশক সাড়ে ৪০০ মিলি লিটার, ছত্রাক নাশক ১৫০ মিলি লিটার ও পিপিআর ৩০০ মিলি লিটার প্রণোদনার উপকরণ দেয়া হয়েছে।এদিন জীবননগর ইউনিট প্রাঙ্গণে বেলা ১১টায় প্রণোদনা উপকরণ বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনার উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার। আরো উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন কর্মকর্তা এস.এম.এজাজুল ইসলামসহ অনেকে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান