• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ১২:০৮:০৪ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ১২:০৮:০৪ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫ ভাগ কোটা পুর্নবহালের দাবিতে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্রগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ১ম-২য় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা পুর্নবহালের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জেএসএস এমএন লারমা সমর্থিত পিসিপির নেতা কর্মীরা। পরে খাগড়াছড়ি জেলার চেঙ্গী স্কয়ারে আয়োজিত সমাবেশে বক্তারা কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে ৫ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা পুর্নবহালের দাবি জানান।এ সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুজন চাকমা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জ্ঞানপ্রিয় চাকমা, নয়ন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মনতোষ চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক অমর সিং চাকমা, পিসিপির সহ-সাধারণ সম্পাদক পিন্টু চাকমা কৃতিত্ব, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি নয়ন ত্রিপুরা প্রমুখ।একই সাথে পার্বত্য চট্টগ্রামের ১৯শ’ সালের শাসনবিধি বাতিল চেষ্টার প্রতিবাদ জানান। এর আগে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের সময় প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান